Tree Plantation Paragraph With Bangla Meaning
Table of Contents
It is very important for JSC, SSC & HSC. I think this paragraph is very important for all students. In this article I will discuss about Tree Plantation paragraph with bangla meaning for SSC.
1. No Words: 183 – With Bangla Meaning
Paragraph: Write a Paragraph on Tree Plantation. You should answer the following questions.
- What is Tree Plantation? (বৃক্ষরোপন কি?)
- Why should we plant trees? (আমরা কেন গাছ লাগাবো?)
- What are the benefits from it? (বৃক্ষরোপন থেকে আমরা কি লাভ পাব?)
- What should the government do in this regard? (বৃক্ষরোপনের ক্ষেত্রে সরকারের কি করণীয়?)
- When should we plant trees? (আমাদের কখন গাছ লাগান উচিত)
Tree Plantation
Tree plantation is the planting of trees on a large scale all over the country. Trees help maintain the balance of our environment. But it benefits us in many ways. They supply oxygen and absorb carbon dioxide. Trees give us food, oxygen, furniture, fuel and shade. Moreover, trees prevent land erosion. They help us financially.
If there were no trees anywhere, we would not get any oxygen. We know that people can not survive without oxygen. Trees protect us from natural disasters at different times. If there are fewer trees in the country, various problems arise such as heat, pollution, floods, cyclones etc. So we need to plant more trees to protect mankind. A country needs 25% forest area of its total area.
Both the government and the people of the country have to take care of the trees. The government alone will not be able to do the work of tree plantation. Strict action must be taken against those who work in vain. We will plant more trees in June and July. We should raise awareness among the people for tree plantation.
বৃক্ষরোপন
বৃক্ষরোপন হলো সারা দেশে ব্যাপক হারে গাছ লাগান। গাছ আমাদের পরিবেশর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পাছ আমাদের বিভিন্ন ভাবে উপকার করে থাকে। তারা অক্সিজেন সরহরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের খাবার, অক্সিজেন, আসবাপত্র, জ্বালানী এবং ছায়া দেয়। তাছাড়া গাছ ভূমি খয় রোধ করে। তারা আমাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করে।
যদি কোথাও কোন গাছ না থাকতো তাহলে আমরা কোন অক্সিজেন পেতাম না। আমরা জানি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে না। গাছ বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। দেশের মধ্যে গাছ কম থাকলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় যেমন গরম, দূষণ, বণ্যা,সাইকোলন ইত্যাদি। তাই মানবজাতিকে রক্ষা করার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমির প্রয়োজন।
দেশের সরকার ও জনগণ উভয় মিলে গাছের যত্ন নিতে হবে। সরকার একাকি কোন ভাবেই বৃক্ষ রোপন এর কাজ করতে পাবে না। যারা অজথা কাজ কাটে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নিতে হবে। আমরা জুন ও জুলাই মাসে বেশি করে বৃক্ষ রোপন করবো।আমাদের মানুষের মাঝে বৃক্ষ রোপন এর জন্য সচেনতা বৃদ্ধি করা উচিত।
2. No Words: 123 – Easy – Small – With meaning
Tree Plantation
Tree plantation is the planting of trees on a large scale all over the country. Trees help maintain the balance of our environment. But it benefits us in many ways. They supply oxygen and absorb carbon dioxide. Trees give us food, oxygen, furniture, fuel and shade. Moreover, trees prevent land erosion. They help us financially.
If there were no trees anywhere, we would not get any oxygen. Trees protect us from natural disasters at different times. So we need to plant more trees to protect mankind. Both the government and the people of the country have to take care of the trees. Strict action must be taken against those who work in vain. We should raise awareness among the people for tree plantation.
More Read: Coronavirus Paragraph for J.S.C, S.S.C, H.S.C
বৃক্ষরোপন
বৃক্ষরোপন হলো সারা দেশে ব্যাপক হারে গাছ লাগান। গাছ আমাদের পরিবেশর ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পাছ আমাদের বিভিন্ন ভাবে উপকার করে থাকে। তারা অক্সিজেন সরহরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছ আমাদের খাবার, অক্সিজেন, আসবাপত্র, জ্বালানী এবং ছায়া দেয়। তাছাড়া গাছ ভূমি খয় রোধ করে। তারা আমাদের অর্থনৈতিক ভাবে সাহায্য করে।
Read More >> Paragraph About Bad Habit/Bad Side Paragraph Writing
যদি কোথাও কোন গাছ না থাকতো তাহলে আমরা কোন অক্সিজেন পেতাম না। গাছ বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই মানবজাতিকে রক্ষা করার জন্য বেশি করে গাছ লাগাতে হবে। দেশের সরকার ও জনগণ উভয় মিলে গাছের যত্ন নিতে হবে। যারা অজথা কাজ কাটে তাদের বিরুদ্ধে কঠিন ব্যাবস্থা নিতে হবে। আমাদের মানুষের মাঝে বৃক্ষ রোপন এর জন্য সচেনতা বৃদ্ধি করা উচিত।
Paragraph For Class HSC
Paragraph With Bangla
In this article I will try my best to provide the original and very easy word. For This I will collect those one or two paragraph from Online others website.
Last Update: 29th December 2021
3 Comments on “Tree Plantation Paragraph With Bangla Meaning”